রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মঈন খানদের থেকে আ.লীগের সার্টিফিকেট নিতে হবে না: কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

মঈন খানদের থেকে আ.লীগের সার্টিফিকেট নিতে হবে না: কামাল

বিএনপির নেতাদের কাছ থেকে আওয়ামী লীগকে কোনো সার্টিফিকেট নিতে হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

বৃহস্পতিবার (০২ মার্চ) ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ঢাকা বিভাগের বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে মঈন খান বক্তব্য রাখেন। সেখানে ড. মঈন বলেছেন, আওয়ামী লীগ মুখে বলে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা কাজে কী করে একদলীয় বাকশালী শাসন। তারা মানুষকে কথা বলতে দেয় না। তাহলে কীভাবে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলো। পথে-ঘাটে সব স্থানে বলে যাব আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।

এ সময় তিনি আরও বলেন, ২৫ মার্চ কালরাতে যখন হায়েনার মতো পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন আওয়ামী লীগের কী ভূমিকা ছিল। তাদের ভূমিকা ছিল পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল। তারা কাপুরুষের মতো অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। আর জিয়াউর রহমান কী করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি পাকিস্তানিদের ভয় পাননি। এ কথাগুলো নতুন প্রজন্মকে জানাতে হবে। আজকে সরকার মিথ্যা ইতিহাস প্রকাশ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সত্যিকারের ইতিহাস আমাদেরকে তুলে ধরতে হবে।

বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ঢাকা মেইলকে বলেন, মঈন খানের কাছ থেকে যদি আওয়ামী লীগের সার্টিফিকেট নিতে হয় তাহলে সেই স্বাধীনতায় আওয়ামী লীগ বিশ্বাস করে না।

তিনি বলেন, যারা রাজাকার, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির চেতনাকে ধারণ করে, তাদের কাছ থেকে আওয়ামী লীগের সার্টিফিকেটের দরকার নাই।


বিজ্ঞাপন


এসএম কামাল হোসেন বলেন, যারা বলে বাইচান্স স্বাধীনতা, যাদের নেতা বাইচান্স মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জিয়াউর রহমান। সেই বাইচান্স বিএনপি যারা পাকিস্তানের চিন্তা চেতনা ধারণ করে, তারা তো পাগলের মতো প্রলাপ বকবে স্বাভাবিক।

তিনি বলেন, মঈন খানরা এখন ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাদের পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে পাকিস্তানের চিন্তা চেতনায় বিশ্বাস। এজন্য তারা বিএনপি করে।

এ সময় প্রশ্ন রেখে কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের সার্টিফিকেট কি বিএনপির কাছ থেকে নিতে হবে?

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, তারা মনে করে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ।

এর ব্যাখ্যা দিয়ে কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু এসেছিল বলেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। তাই আমি মনে করি বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ। স্বাধীনতা এক অভিন্ন। এটাকে কোনো অপশক্তি আলাদা করতে পারবে না। যারা এটাকে আলাদাভাবে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর