শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

মওলানা ভাসানীর ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

মওলানা ভাসানীর ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস’ পালিত

মজলুম জননেতা মওলানা ভাসানীর ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস’ পালিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে মওলানা ভাসানীর ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলন’ দিবস উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জাতীয় পার্টির (কাজী জাফর) যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদের বাবুল  বিশ্বাস, রাজু আহমেদ খান, ব্যারিস্টার সাদিয়া আরমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

ডিএইচডি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর