শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

'দেশকে অস্থিতিশীল করতে চায় সরকার'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

'দেশকে অস্থিতিশীল করতে চায় সরকার'

সরকার প্রথম থেকেই উসকানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এমন মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনকারী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়ার পর এখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে।

নেতৃবৃন্দরা বলেন, সরকার চেষ্টা করছে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে। আওয়ামী লীগের উদ্দেশ্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। সরকারবিরোধী দলের আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে ক্ষমতা ধরে রাখতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে কর্তৃত্ববাদী শাসক। 

আগামী ১১ ফেব্রুয়ারি বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগকে ইউনিয়ন পর্যায়ের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা।

জাতীয়তাবাদী সমমনা জোটের বিবৃতিতে নেতারা আরও বলেন, আমারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। আমরা কোনো সহিংস আন্দোলনে বিশ্বাসী নই, আমরা গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করতে চাই, যাতে আমাদের কর্মসূচিতে বাধাবিঘ্ন না হয়, সরকার ও প্রসাশনের সহযোগিতা চাই। সরকারের শুভবুদ্ধির উদয় হউক। অন্যথায় জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে বাধ্য করা হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। প্রতিটি রাজনৈতিক দল চাইছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। 


বিজ্ঞাপন


জাতীয়তাবাদী সমমনা জোটের বিবৃতিকারীরা হলেন- জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, পিপলস লীগ সভাপতি এ্যাডভোকেট গরীবে নেওয়াজ, সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড ডা. নুরুল ইসলাম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগ ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার নাসিম খান, ন্যাপ ভাসানী চেয়ারম্যান এডভোকেট আজহার, মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মন্ডল।

এমই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর