শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

রাজনীতিতে চর্চায় হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

রাজনীতিতে চর্চায় হিরো আলম
ফাইল ছবি

সোশাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন সময় আলোচিত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মূলধারার মিডিয়ায়ও তিনি মাঝে মাঝে আলোচিত হতেন। তবে বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের মধ্যে একযোগে বগুড়ার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন করে রাজনীতিতে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে হিরো আলমের নাম। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পর্যন্ত কথা বলছেন তাকে নিয়ে। তিনি নিজেও এখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এমনকি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিয়েছেন। সুষ্ঠু ভোটে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে।

গত ১ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনে বগুড়া-৪ আসনে হিরো আলম পান ১৯ হাজার ৫৭১ ভোট। সেখানে জাসদের একেএম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হন। বগুড়া-৬ আসনে হিরো আলম পান পাঁচ হাজার ২৭৪ ভোট। এই আসনে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে নৌকার প্রার্থী রাগেবুল হাসান বিপু বিজয়ী হন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হিরো আলমকে নিয়ে কাদের-ফখরুলের ‘বাহাস’

নির্বাচনে হেরে যাওয়ার পর হিরো আলম দাবি করেন, তাকে ‘স্যার’ ডাকতে হবে বলে প্রশাসন জোর করে হারিয়ে দিয়েছে। সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তিনি আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন। তবে শেষ পর্যন্ত তিনি ভোটের ফলাফর পুনরায় গণনার জন্য আবেদন করেছেন। গত কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনই ফেসবুক লাইভে এসে হিরো আলম বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং মূলধারার মিডিয়ায়ও কাভারেজ পাচ্ছেন।

Hiro2

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিরো আলমকে নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন। সেই বক্তব্যের জের ধরে লাইভে এসে হিরো আলমও বক্তব্য দেন। এতে রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হিরো আলম।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ দিলেন হিরো আলম

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) হিরো আলমকে নিয়ে আওয়ামী লীগের অন্তত তিনজন শীর্ষ নেতা ও মন্ত্রী বক্তব্য দিয়েছেন। বগুড়ায় হিরো আলমকে সরকার হারিয়ে দিয়েছে- বিরোধী দলের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বগুড়ায় যার (হিরো আলম) কথা বলছিলেন, অহেতুক আমি আর বিতর্কে যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সেই উদ্দেশ্য সফল হয়নি, এটুকুই বলতে পারি।’

হিরো আলম অনেক ভোট পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ, সে অনেক ভোট পেয়েছে। তাকে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অনেক কিছু বলেন। তাই তিনি কী বললেন না বললেন তাতে কিছু আসে-যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।’

এদিকে হিরো আলমকে নিয়ে কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকও। হিরো আলমকে দাঁড় করিয়ে নির্বাচনকে হাস্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

‌‘হিরো আলমকে ঠেকাতে এমন অবস্থা হয়েছে, সেখানে আওয়ামী লীগ নেতাদের অবস্থা কোন জায়গায় আছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আবদুর রাজ্জাক বলেন, ‘তারা নির্বাচনে আসুক। আমাদের অবস্থা তখন প্রমাণ হবে। জনগণ ভোট দিয়ে দেখাবে আমাদের অবস্থা কেমন আছে। আমি মনে করি, হিরো আলমকে দাঁড় করিয়ে নির্বাচনকে হাস্যকর করার চেষ্টা করা হচ্ছে। তাদের (বিএনপি) যদি শুভবুদ্ধির উদয় হয়, তবে জাতীয় নির্বাচনে তারা অংশ নেবে। মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতার প্রমাণ দেবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হলেও বিএনপির লোকজন তাকে ভোট দিয়েছে। এটা দিয়ে নির্বাচনকে পরিমাপ করা যাবে না।’

hiro3

রোববার হিরো আলম পুনরায় ভোট গণনার আবেদন জানিয়েছেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভোটে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানান।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরকে নিয়ে প্রশ্ন তুললেন হিরো আলম!

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গেছে। তবে হিরো আলম কখনও জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গেছে। সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। তবে একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন আসুন খেলা হবে। শক্তিশালী দলের সাথে খেলতে চান।’

হিরো আলম বলেন, ‘আমি ওবায়দুল কাদের স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সাথে করতে হবে না। আমি হিরো আলমের সাথে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কি না। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না।’

এর আগে গতকাল রাতেও ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরের সমালোচনা করেন হিরো আলম। এ সময় তিনি দাবি করেন, বিএনপি তাকে ভোটে দাঁড় করায়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন। মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ তার কাছে অসহায় কি না জানেন না, তবে তিনি নিজে অসহায় বলে জানান হিরো আলম।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর