শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বিএনপির বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

বিএনপির বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতারা কে কোথায় থাকবেন
ফাইল ছবি

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সদরে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

সমাবেশ সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা দেশের বিভাগীয় শহরগুলোতে অবস্থান করবেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিএনপি'র দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকার সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেবেন।

কুমিল্লা বিভাগীয় সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রাজশাহীর সমাবেশে থাকবেন মির্জা আব্বাস।


বিজ্ঞাপন


খুলনা বিভাগীয় সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায়; বরিশাল বিভাগীয় সমাবেশে ড. আবদুল মঈন খান; চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে নজরুল ইসলাম খান; সিলেট বিভাগীয় সমাবেশে বেগম সেলিমা রহমান; ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী; রংপুর বিভাগীয় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান এবং ফরিদপুর বিভাগীয় সমাবেশে থাকবেন বরকত উল্লাহ বুলু।

এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিবরা এসব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দলের জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক, সহ-সম্পাদক, সদস্য, সাবেক সংসদ সদস্যরা স্ব-স্ব বিভাগের সমাবেশে উপস্থিত থাকবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক এবং সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব-স্ব বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও সমন্বয় সহযোগী হিসেবে সার্বিক সমন্বয় ও প্রস্তুতি তদারকি করছেন। এছাড়াও তারা বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচিতে যোগ দিচ্ছেন এবং স্ব-স্ব বিভাগের সমাবেশে অংশগ্রহণ করবেন।

এমই/এমএইচএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর