শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিএনপির আন্দোলনে দৈর্ঘ্য কমে প্রস্থ বাড়ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

বিএনপির আন্দোলনে দৈর্ঘ্য কমে প্রস্থ বাড়ছে: কাদের

নেতাকর্মী ছাড়া জনগণ বিএনপির সঙ্গে না থাকায় তাদের আন্দোলনের দৈর্ঘ্য কমে প্রস্থ বাড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।


বিজ্ঞাপন


ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির রাজনীতি ঘোমটা পরা রাজনীতি। বিএনপি নির্বাচনে না গিয়ে ঘোমটা পরে রাজনীতি করছে।'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, 'উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।'

সেতুমন্ত্রী বলেন, 'সরকার ভয় পায়নি বিএনপি নিজেরাই ভয় পেয়েছে। সরকার শান্তি সমাবেশ শুরু করেছে, করে যাবে।'

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'সরকারকে লাল কার্ড দেখানোর পরিবর্তে পদযাত্রায় কেন নামবেন। বিএনপির কর্মসূচি গরম থেকে নরম হচ্ছে। নেতাকর্মী ছাড়া জনগণ বিএনপির সঙ্গে নেই। বিএনপির আন্দোলনের দৈর্ঘ্য কমে প্রস্থ বেড়ে যাচ্ছে।'


বিজ্ঞাপন


ওবায়দুল কাদের বলেন, 'সরকারের পায়ের তলায় মাটি আছে। তাদের (বিএনপি) সঙ্গে জনগণও নেই মাটিও নেই। বিএনপির সকল কর্মসূচি ভুয়া।'

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'শেখ হাসিনা বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে।'

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতি ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ দলীয় কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর