বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

সরকার পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

সরকার পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে: বিএনপি

সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ভ্রান্ত, বিকৃত ও অসত্য তথ্য শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

সোমবার (২৩ জানুয়ারি) বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামের বৈঠকে এই মন্তব্য করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সভায় সদ্য প্রকাশিত স্কুল পাঠ্যপুস্তুকে ইতিহাস ও বিষয়বস্তুর বিকৃতি, ভুলতথ্য ও ভাষাগত ভুলের দোষে দুষ্টু এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে এই অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে পুস্তুকগুলো বাতিল করে বাংলাদেশের সঠিক ইতিহাস এবং মূল্যবোধের ওপর ভিত্তি করে পুস্তুক রচনার দাবি জানানো হয়

বিজ্ঞপ্তিতে চলমান আন্দোলন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অনির্বাচিত অবৈধ সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দমন করার জন্য হত্যা, মিথ্যা মামলা প্রদান, গণহারে গ্রেফতার, বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 


বিজ্ঞাপন


সভায় অবিলম্বে সকল আটক বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এমই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর