সদ্যসাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেখা যাচ্ছে। সাবেক এই আমলাকে নিয়ে আওয়ামী লীগের ভেতরে ও বাইরে চলছে নানা আলোচনা।
বলা হচ্ছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক আমলা এইচ টি ইমামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
তবে আওয়ামী লীগে কবির বিন আনোয়ারের অবস্থান কি হবে তা দলটির পক্ষ থেকে এখনও পরিষ্কার করা হয়নি।
গত ৬ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির এক যৌথসভায় দেখা গেছে সদ্য সাবেক এই আমলাকে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের পাশেই ছিলেন তিনি।
>> আরও পড়ুন: মামলার ‘গ্যাঁড়াকলে’ জাপা!
দলের যৌথসভায় কবির বিন আনোয়ারের উপস্থিতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, নেত্রী তাকে (কবির বিন আনোয়ার) অফিসে নিয়মিত বসতে বলেছেন। নিশ্চয়ই তাকে কোনো বিশেষ দায়িত্ব দেবেন। কী দায়িত্ব দেওয়া হবে এখনো আমি জানি না।
বিজ্ঞাপন
কাদের আরও বলেছেন, তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাকে দায়িত্ব দিলে জানতে পারবেন। এতো তাড়াহুড়ো করার কিছু নাই।
আওয়ামী লীগে আমলাদের প্রবেশ এটাই প্রথম নয়। দলটির কেন্দ্রীয় কমিটিতে আছেন আরও কয়েকজন সাবেক আমলা।
>> আরও পড়ুন: ‘কঠিন চ্যালেঞ্জে’র মুখে পড়বে বিএনপি
ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক সাবেক আমলা। যিনি সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনের আগে দলটির সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় ছিলেন তিনি।
আওয়ামী লীগের বর্তমান কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদও সাবেক আমলা।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ছাড়াও সরকার প্রধানের অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাবেক আমলা।
>> আরও পড়ুন: ‘অবৈধ’ সংসদের যেসব সুবিধা নিয়েছেন বিএনপির এমপিরা
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিকভাবে আসা ব্যক্তিদের সংখ্যা অনেক কম। আলোচনা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী আমলা ও সচিবদের সঙ্গেই আলোচনা করেন।
এছাড়া আওয়ামী লীগের টানা তিন আমলের ১৪ বছরে সচিব ও আমলাদের মধ্যে রাজনৈতিক প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।
কারই/জেএম

