প্রগতিশীল যুব আন্দোলনের পথিকৃৎ, লড়াই, সংগ্রাম ও গৌরবের সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের দুই দিনব্যাপি দ্বাদশ জাতীয় সম্মেলন আগামীকাল ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হচ্ছে।
‘দুর্নীতি-অর্থপাচার-দুঃশাসন রুখো, কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে ঐক্যবদ্ধ হও’—এই স্লোগানকে সামনে রেখে সম্মেলনের প্রথম দিনে শুক্রবার বিকাল ৩টায় শাহবাগ প্রজন্ম চত্বরে উদ্বোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড সহিদুল্লাহ চৌধুরী।
বিজ্ঞাপন
এছাড়া জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড দেবপ্রিয় ভট্টাচার্য, যুব ইউনিয়নের সাবেক সভাপতি বিএম শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন।
এ সম্পর্কিত আরও খবর
যুব ইউনিয়নের দ্বাদশ সম্মেলন ১৩-১৪ জানুয়ারি
সম্মেলনে সংগঠনের সভাপতি যুবনেতা হাফিজ আদনান রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ডা. সাজেদুল হক রুবেল, আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্নু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন।
উদ্বোধনের আগে উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সম্মেলনের দ্বিতীয় দিন ঢাকাস্থ বিএমএ ভবন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে দেশের ৬৯টি সাংগঠনিক জেলার চার শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। কাউন্সিল অধিবেশনে আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হবে।
সংগঠনের সভাপতি হাফিজ আদনান রিয়াদ ও সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম দ্বাদশ জাতীয় সম্মেলনে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসংস্থান ও ভোটাধিকার সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।
প্রতিনিধি/এইচই