রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুক্রবার

যানজট ও জনভোগান্তিকে আমলে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিন পর শোভাযাত্রা করবে বাংলাদেশ ছাত্রলীগ৷

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


লিখিত বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সেদিন কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন হলেও ৪ জানুয়ারি শোভাযাত্রা হবে না। দুই দিন পর হবে শোভযাত্রা। জনভোগান্তির বিষয়টি মাথায় নিয়ে শুক্রবারে শোভাযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর