শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

আ.লীগ জনগণের সঙ্গে কী ছলচাতুরি করেছে, প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

আ.লীগ জনগণের সঙ্গে কী ছলচাতুরি করেছে, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগ জনগণের সঙ্গে কী ছলচাতুরি করেছে বিএনপির কাছে তা জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি অনুযায়ী সকল উন্নয়ন কাজ করেছে এবং করছে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। কোনো ছলচাতুরি করেনি।


বিজ্ঞাপন


শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম সম্মেলন উপলক্ষে গঠিত স্বাস্থ্য উপ-কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, 'আমরা জনগণের সঙ্গে ছলচাতুরি কী করলাম? জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমরা ডিজিটাল দেশ করেছি৷ ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়ে আমরা সেই কথা রেখেছি৷'

সেতুমন্ত্রী বলেন, 'আমরা বলেছিলাম পদ্মা সেতু করব। শেখ হাসিনা পদ্মা সেতু করতে গেলেন। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেল। নেত্রী ঘোষণা দিলেন আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করব। তখন অনেকে উপহাস করেছিল, কটাক্ষ করেছিল, কিন্তু তিনি সেই সিদ্ধান্ত অটুট ছিলেন। আমরা ছলচাতুরি কোথায় করলাম? মেট্রোরেল করব, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব, একশ নতুন রাস্তা উদ্বোধন। একদিনে একশো সেতুর উদ্বোধন করেছি। এতগুলো গুগলও পাওয়া যাবে না। ছলচাতুরি কোথায় করলাম? টানেল করব বলেছি বঙ্গবন্ধু টানেল আমরা করেছি। এখন উদ্বোধনের অপেক্ষায়৷'

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, '১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রের নামে ভোট চুরি। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার। ওয়ান-ইলেভেন কী এমনিতে এসেছে? জাতির সঙ্গে ছলচাতুরি বিএনপি করেছে। সবই বিএনপি করেছে। আমরা চাতুরি করিনি।'


বিজ্ঞাপন


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 'দেশে আওয়ামী লীগই প্রথম সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। শান্তিপূর্ণভাবে এদেশে আর কেউ ক্ষমতা হস্তান্তর করেননি '৭৫ পরবর্তীকালে।'

লোডশেডিং হওয়ার কথা থাকলেও হচ্ছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'এই যে একটা বিশ্বকাপ। বিকাল চারটা, রাত ৯টায়, রাত এগারোটায়, রাত একটায়। একদিনে চারটা করে খেলা। সবশেষ। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামীকাল ফাইনাল। এই পর্যন্ত কোথাও কি লোডশেডিং হয়েছে? অথচ লোডশেডিং হওয়ার কথা ছিল।'

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর