বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কূটনীতিকরা কোন খেলা খেলছে বোঝা যাচ্ছে না: শেখ সেলিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

কূটনীতিকরা কোন খেলা খেলছে বোঝা যাচ্ছে না: শেখ সেলিম

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কূটনীতিকদের ভূমিকার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। কূটনীতিরা কোন খেলা খেলছে তা বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আভ্যন্তরীণ রাজনীতিতে কূটনীতিকদের হস্তক্ষেপ না করতে অনুরোধ জানিয়েছেন ক্ষমতাসীন দলের অন্যতম এই নীতিনির্ধারক।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ঘোষণা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


শেখ সেলিম বলেন, 'কূটনীতিকরা দ্বিমুখী আচরণ করছেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, তারা কোন খেলা খেলছে তা বোঝা যাচ্ছে না।'

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা কূটনীতিকদের উদ্দেশে বলেন, 'আপনারা জঙ্গিদের বিরুদ্ধে বলেন। আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে বলেন৷ যারা আইন মানছে না, অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় আপনারা তাদের পক্ষপাতিত্ব করছেন।'

শেখ সেলিম বলেন, 'তাদের (বিএনপি) অফিস থেকে ১৫টার মতো বোমা উদ্ধার করা হয়েছে। সে কথা আপনারা বললেন না। আবার বলেন, আমরা জনগণের পক্ষে সোচ্চার। বুঝতে পারছি না, বাংলাদেশকে নিয়ে আপনারা কী খেলা খেলতে চান। আপনাদের দেশে কী হচ্ছে সেটা নিয়ে কি আমরা কখনও নাক গলাই?'

আরও পড়ুন: সম্পর্ক নষ্ট করবেন না, বিদেশি রাষ্ট্রদূতদের কাদের


বিজ্ঞাপন


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার পর যখন শেখ হাসিনা এসে সবকিছু পরিবর্তন করে রাষ্ট্রের যখন স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক রাজনীতি এবং উন্নয়নের ধারায় নিয়ে এসেছে, তখন নতুন ষড়যন্ত্র হচ্ছে। আপনারা সেখানে উস্কানি দিচ্ছেন। আজ এর সঙ্গে মিটিং করেন, কালকে ওর সঙ্গে মিটিং করেন, পরশুদিন তার সাথে মিটিং করেন। এই মিটিং দরকার নাই। এটা তো এদেশের জনগণ যাকে চাইবে সেটা হবে। আপনারা আমাদের উপদেশ দিয়েন না। আপনাদের চেয়ে আমরা ভালোই আছি।'

শেখ সেলিম বলেন, 'বহুত কিছু ঘটে গেছে। ট্রাম্পের ইলেকশনের পরে ট্রাম্প ঠিকই বলেছেন। আমরা কি বলেছি তাদের নির্বাচনের কী হয়েছে? সঠিক হয়েছে কি না? ইংল্যান্ডের একটার পর একটা সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেদিন দেখলাম ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশি ছাত্র-ছাত্রীদের সেখানে লেখাপড়া করতে দেবে না। তারপরও তো আমরা চুপ করে আছি।'

সাবেক এই মন্ত্রী বলেন, 'আপনারা সেনশন দেন। কিসের জন্য দেন? আমাদের কিছু লোককে সেনশন দিয়েছেন। তারা কারা? যারা জঙ্গিদের দমন করার জন্য চেষ্টা করেছেন।'

ষড়যন্ত্রকারীরা কিছু কর‍তে পারবে না জানিয়ে তিনি বলেন, 'একাত্তরে অনেক কিছু করছেন। আর ৭১ এটা চিন্তা করেন না, এটা হলো ২০২২ সাল। আর অন্য চিন্তা করে করে লাভ নাই। ইনশাআল্লাহ আগামীতেও কোনো ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীদের সাথে থেকে আপনারা কোনো কিছু করতে পারবেন না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।'

রাষ্ট্রদূতদের কথাবার্তায় অপরাধীরা সুযোগ পায় বলেও মন্তব্য করেন শেখ সেলিম। তিনি বলেন, 'আপনাদের কথাবার্তায় অপরাধীরা আরও সুযোগ পায়। সেটা যেন না পায় আপনারা সে কাজটাও করুন। বিদেশি দূতাবাস ও মিশনগুলোর প্রতি আমাদের অনুরোধ।'

কারই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর