বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
সোমবার (৫ ডিসেম্বর) গভীর রাতে ধানমন্ডি থানা পুলিশ এই অভিযান চালায় বলে জানায় তার পরিবার। বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ পরিবারের সদস্যরা রায়েরবাজারের এই বাড়িতে থাকেন। কিন্তু অভিযানকালে গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় কেউ বাসায় ছিলেন না।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলে এসব অভিযান চালাচ্ছে। সরকার যতই গ্রেফতার করুক, অভিযান চালাক লাভ হবে না। বরং এতে নেতাকর্মীরা আরও জেদি হয়ে উঠেছে। ঢাকার ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করবে বলে শপথ নিয়েছে।
এমই/এমআর