১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ নিয়ে এত কথাবার্তা বলার কারণ দেখছেন না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল ইনু। তিনি বলেন, একটি জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না।
রোববার (৪ ডিসেম্বর) কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রি কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি ‘বিজয়ের পঞ্চাশ বছর, বাঙালির অর্জন, ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নেন।
বিজ্ঞাপন
হাসানুল হক ইনু বলেন, ‘এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন ও যেকোনো মূল্যে রাজাকার, জামায়াত জঙ্গিগোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। নির্বাচন বিএনপি জামায়াতের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো, সরকার উৎখাত করে ক্ষমতা দখল করা আর এর আড়ালে কৌশলে জামায়াত, রাজাকার জঙ্গিদের পুনরুজ্জীবিত করা। এর জন্য তারা সংকট মোকাবেলায় কোনো প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটা বিপদ সংকেত। এরকম পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে এটার মোকাবেলা করতে হবে।’
পরে হালসা আদর্শ কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় হাসানুল হক ইনু ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
এসময় কলেজের শিক্ষার্থী শিক্ষক সুধীজন ও জাসদ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/জেবি

