বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন মানে আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।’

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী তার ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, কয়েকদিন আগে রাতের আঁধারে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে ভিত্তিপ্রস্তর পুড়িয়ে দেওয়া হয়েছিল। মতিঝিলে বিআরটিসির দোতলা বাস পুড়ে দিয়েছিল তারা। এমনি তাদের আগুন সন্ত্রাস বলিনা।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘এর মাধ্যমে তারা জানান দিচ্ছে আন্দোলনে সহিংসতা যুক্ত করবে। আজ দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা ক্ষমতায় আছি, আমরা অশান্তি চাই না। তারা চেতনায় বা হৃদয়ে মুক্তিযুদ্ধ ধারণ করেন না।’

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খাইরুল আনম সেলিম। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায়ক বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।
সম্মেলন শেষে সন্ধ্যায় ভার্চুয়ালি সেতুমন্ত্রীর উপস্থিতিতে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর