যৌক্তিক, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের পুনর্নির্বাচিত আমির নূরুল ইসলাম বুলবুলের শপথ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রাজধানীতে আয়োজিত ওই অনুষ্ঠানে বুলবুলকে শপথবাক্য পাঠ করান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
জামায়াত আমির বলেন, বাংলাদেশে আজ বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এজন্য নানা কালাকানুন তৈরি করা হয়েছে। অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সরকারি মহল থেকে অর্থ ব্যবস্থাপনা নিয়ে যা বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তারা দুর্নীতি, লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মূলত: এ দেশকে ব্যর্থ অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছে।
‘এভাবে দেশ চলতে পারে না। দেশের এই অবস্থায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বসে থাকতে পারে না। যৌক্তিক, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের বিদায় জানাতে হবে।’-বলেন শফিকুর রহমান।
জামায়াত আমির আরও বলেন, ‘আমাদের আন্দোলনে কোনো বদ লোক বিভ্রান্ত করতে এলে তাদের শক্তহাতে মোকাবিলা করতে হবে। রাজধানীর নেতাকর্মীরা যদি যথাযথ ভূমিকা রাখতে পারে তাহলে সরকারের বিদায়ঘণ্টা সময়মতোই বাজবে।
শফিকুর রহমান বলেন, আমাদের ভালোবাসাটা এমন হউক যা আল্লাহ তায়ালা চেয়েছেন। আমাদের সীসাঢালা প্রাচীরের মতো হতে হবে। সকল মুলসমান একটি বিশ্ব। দাওয়াতের জন্য কোনো নির্দিষ্ট এলাকা নেই।
বিজ্ঞাপন
জামায়াত আমির বলেন, আজ আদালতে বিচার নেই। চাঁদাবাজির কারণে মানুষ ব্যবস্থা করতে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের চরিত্র হননের আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় দুটি মহিলা মহাবিদ্যালয়ে এই ধরনের সর্বনাশা কার্যক্রম সরকারি দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। দেশের এই অবস্থায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বসে থাকতে পারে না।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরার বিশেষ অধিবেশনে মহানগরী আমিরের শপথ অনুষ্ঠিত হয়।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও ঢাকা মহানগরী অঞ্চলের পরিচালক মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য মোকাররম হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।
উল্লেখ্য, রুকনদের গোপন ভোটে ২০২৩-২০২৪ কার্যকালের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নির্বাচিত হন নূরুল ইসলাম বুলবুল।
এমআর

