আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহানারা বেগম। কেন্দ্রীয় আওয়ামী লীগের সদ্য সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির স্থলাভিষিক্ত হলেন তিনি।
শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে এই পদে তার নাম ঘোষণা করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
এর আগে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। আজই তাকে সেই পদ থেকে সরিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতির পদ দেওয়া হয়েছে। এছাড়া একই মঞ্চে চুমকির জায়গায় নিয়ে আসা হয়েছে জাহানারা বেগমকে।
কারই/আইএইচ

