বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

মনে কইরেন না ২০২৪ সালেও ওয়াকওভার পাবেন: রুমিন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

মনে কইরেন না ২০২৪ সালেও ওয়াকওভার পাবেন: রুমিন

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংসদের সংরক্ষিত আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা যেভাবে ২০১৪ ও ১৮-তে বিনাভোটে লুটপাটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, মনে কইরেন না ২০২৪ সালে সেই ওয়াকওভার পাবেন। বাংলাদেশের মানুষ আপনাদের সমীচীন জবাব দেবে।’

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জেলার বাঞ্ছারাপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে এক শোকসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নিহত ছাত্রদল নেতা নয়নের নানার বাড়িতে তার মা, স্ত্রী ও পরিবারবর্গের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানান। পরে নয়নের শোকসভায় অংশ নেন।


বিজ্ঞাপন


রুমিন বলেন, ‘কেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরে রেখেছেন, সে জবাব আপনাদের দিতে হবে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে কেন মিথ্যা মামলা দিয়ে রেখেছেন। আপনাদের ভয়টা আমরা বুঝি।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘ছাত্রদল নেতা নয়ন লিফলেট বিতরণ করার কারণে বিনা দোষে, বিনা কারণে পাখির মতো গুলি করে পুলিশ লীগ হত্যা করেছে। এই বিচার বাঞ্ছারামপুরের মাটিতেই হবে। পুলিশ ভাইয়েরা, আপনারা সাবধান হয়ে যান। আমার দেশের আমার ভাইয়ের উপরে গুলি চালাবেন, একটা একটা করে জবাব দিতে হবে। তারা মনে করে শেখ হাসিনা থাকলে তারা টিকতে পারবে।’

রুমিন বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ভোট কারচুপির মাধ্যমে ২০০৮ সালে ক্ষমতায় এসেছেন। তারপর থেকে বিনা ভোটে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে আছেন। আপনারা মনে করেন এর জবাব দিতে হবে না। সবকিছুর হিসাব আমরা নেব। কেন আমার হাজার হাজার ভাইকে গত ১৪ বছরে বিনা দোষে হত্যা করা হয়েছে। কেন আমার ভাইদের গুম করা হয়েছে। এই যে রাস্তায় রাস্তায় বাধা দিচ্ছেন, পথে পথে পুলিশের তল্লাশি, গণপরিবহন বন্ধ রাখছেন, সম্মেলনে মানুষের যাওয়া কি বন্ধ রাখতে পারছেন। যে যেভাবে করেই সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। একটা জনসমাবেশ দেখেন জনসমুদ্র।’

প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, সাবেক এমপি এম এ খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নেতারা নয়নের পরিবারকে সবধরনের সহায়তার আশ্বাস দেন।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আগামী ২৬ নভেম্বর কুমিল্লার বিএনপি বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা নয়ন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর