সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত নয়নের বাড়ি যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত নয়নের বাড়ি যাচ্ছেন বিএনপির প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা মো. নয়ন মিয়ার (২২) পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির প্রতিনিধিদল।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় রাজধানী নয়াপল্টন থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উদ্দেশে রওনা দেন বিএনপির প্রতিনিধি দল।


বিজ্ঞাপন


প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতারা। 

উল্লেখ্য, ২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বাজারে ১৯ নভেম্বর লিফলেট বিলি করার সময় পুলিশের গুলিতে উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়নের মৃত্যু হয়।

এমই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর