রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

আইএমএফের ঋণ ঘি খাওয়ার জন্য নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

আইএমএফের ঋণ ঘি খাওয়ার জন্য নয়: কাদের
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলে মন্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফখরুলের মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে তিনি বলেছেন, ঘি খাওয়ার জন্য আইএমএফের ঋণ নেইনি।


বিজ্ঞাপন


শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব এমন তলানিতে ঠেকেছে যে, তারা এখন আইএমএফের ঋণ নিয়েও রাজনীতি করছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করেছে।

কাদের বলেন, 'মির্জা ফখরুল বলেন, আমরা ঋণ নিয়েছি। আইএমএফ জানে, শেখ হাসিনা সময়মতো ঋণ পরিশোধ করে। সে কারণে তারা ঋণ দিয়েছে।'

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, 'বিএনপি যদি আরেকবার ক্ষমতায় আসে, বিদেশি ঋণ গিলে খাবে। নির্বাচন, গণতন্ত্র গিলে খাবে। বাংলাদেশ পর্যন্ত সুযোগ পেলে গিলে খাবে।'


বিজ্ঞাপন


যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাধুবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যুবলীগ কথা রেখেছে। যুবলীগের সম্মেলন জনসমুদ্রে রূপ নিয়েছে। যুবলীগের ৫০ বছর উপলক্ষে সংগঠনটিকে ৫০ বার অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও শেখ মণি নেতৃত্ব দিতে পারে, সেই আশঙ্কা থেকে তাকেও হত্যা করা হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা, যুবলীগের সাবেক-বর্তমান নেতারা, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর