বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

আ.লীগের লাঠি উঠলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

আ.লীগের লাঠি উঠলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি লাঠি নিয়ে মিছিল করে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আওয়ামী লীগ তাদের মতো লাঠির রাজনীতি করে না। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে, দেশকে এগিয়ে নিতে শান্তির রাজনীতি করে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।


বিজ্ঞাপন


মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে ওই সম্মেলনের আয়োজন করে পৌর আওয়ামী লীগ।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের উন্নয়নের, দেশকে এগিয়ে নেওয়ার জন্য। বিএনপির মতো লাঠির নয়। বিএনপির সময় ২৪ ঘণ্টার মধ্যে ১৭ ঘণ্টাই বিদ্যুৎ থাকত না। আমরা মাঝে মাঝে বিদ্যুৎ পেতাম। তাদের সময় সারের অভাব ছিল। বিদ্যুৎ ও সারের জন্য যারা রাস্তায় নেমেছিল, তাদের গুলি করে মেরেছে। বিদ্যুৎ চুরি করে বিদেশে পাচার করেছে। এই হচ্ছে বিএনপির উন্নয়ন।

বর্তমান সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি বলে দাবি করে তিনি বলেন, বিশ্ব বাজারে দাম বেড়েছে বিধায় বাংলাদেশেও দাম বেড়েছে। কারণ, তিনগুণ দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে। কাজেই দাম বেড়েছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে দাম বেড়েছে। কিন্তু আজ বিএনপি জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

মন্ত্রী বলেন, পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িং রুম। কাজেই ড্রয়িং রুমের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদের পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধু মন্ত্রিত্ব নেননি। তিনি দলকে সু-সংগঠিত করতে মন্ত্রিত্ব ছেড়ে দলের জন্য কাজ করে দলকে শক্তিশালী করেছিলেন, আমাদের সে ইতিহাস মনে রাখতে হবে।

>>আরও পড়ুন: বিএনপি ঘুমের ভান ধরেছে, এজন্য উন্নয়ন দেখে না: কৃষিমন্ত্রী

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম (পিপি), যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর