রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণভবনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

গণভবনের দিকে তাকিয়ে আওয়ামী লীগ

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সর্বোশেষ সভা হয়েছে গত ৭ মে। সে সভায় দলীয় বেশ কিছু সিদ্ধান্ত এসেছিল। আগামীকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আবারও বসছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতিনির্ধারণী সভা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হবে এই সভা। শুক্রবার বিকেলে অনুষ্ঠেয় এই সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

আওয়ামী লীগের দফতর জানিয়েছে, এগারোটি এজেন্ডা নিয়ে শুক্রবারের সভা অনুষ্ঠিত হবে। সভার এজেন্ডাগুলো হলো- শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেলহত্যা দিবস, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২, দেশের আর্ত-সামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও বিবিধ।


বিজ্ঞাপন


নিয়ম অনুযায়ী, সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা তাদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন। পাশাপাশি সভায় সমসাময়িক রাজনৈতিক বিষয়, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা, বিএনপির আন্দোলন মোকাবেলা করা, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জানা গেছে, এর বাইরেও আসতে পারে বেশ কিছু সিদ্ধান্ত। এর মধ্যে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সংগঠনটির সম্মেলনের দিনক্ষণ ঠিক হতে পারে আগামীকালের সভায়।

একই সঙ্গে মেয়াদ শেষ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখও আসতে পারে এই সভা থেকে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক আগেই ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে দিনক্ষণ এখনো জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আগামীকাল বিকেলে গণভবনে অনুষ্ঠিতব্য সভা থেকে সে সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় আওয়ামী লীগ ও এর চারটি সংগঠনের সম্মেলনের দিকে তাকিয়ে আছে দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি এ সভা থেকে আর কি কি সিদ্ধান্ত আসতে পারে তার দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারাও। ফলে আগামীকাল সবার নজর থাকবে গণভবনের দিকে।

এ বিষয়ে জানতে চাইলে তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধণা দাস গুপ্তা ঢাকা মেইলকে বলেন, ‘আমরা আগেই জেনেছি আগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে। ওই বৈঠকে তাঁতী লীগের সম্মেলনের তারিখ হতে পারে। আমরা এ বিষয়ে কাল নজর রাখব। আমাদের সভাপতি (শেখ হাসিনা) যেভাবে বলবেন, আমরা সেভাবে সম্মেলন করতে প্রস্তুত আছি।’

একই তথ্য জানিয়েছেন যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রীরা। আবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরেও বেশ উন্মাদনা রয়েছে তৃণমূল আওয়ামী লীগের মধ্যে। কেন্দ্রীয় সম্মেলন ও আগামী নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ সংগঠন গুছিয়ে নিচ্ছেন মহানগর আওয়ামী লীগের নেতারাও। তারাও তাকিয়ে রয়েছেন আগামীকালের সিদ্ধান্তের দিকে।

এরইমধ্যে নিজেদের ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২২টি থানা ও ৭২টি ওয়ার্ডের সম্মেলন শেষ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একইভাবে নিজেদের সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছে মহানগর উত্তর আওয়ামী লীগ। সকল সংগঠনকে সক্রিয় রেখে ২২তম সম্মেলন করতে চায় ক্ষমতাসীন দলটি।

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর