সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘অভিমান ভুলে’ খুলনার সমাবেশে থাকবেন কি মঞ্জু?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

‘অভিমান ভুলে’ খুলনার সমাবেশে থাকবেন কি মঞ্জু?
ফাইল ছবি

আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় জনসমাবেশ। এই সমাবেশ সফল করতে রাত-দিন পরিশ্রম করছেন সেখানকার নেতারা। তবে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না একসময়ে খুলনা বিএনপির কান্ডারি হিসেবে পরিচিত নজরুল ইসলাম মঞ্জুকে। দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়ার পর অনেকটা অভিমান করেই দূরে আছেন বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদক। তবে এবারের সমাবেশ ঘিরে ভাঙতে পারে তার এই অভিমান। নিজের বলয়ের নেতাকর্মীদের নিয়ে যোগ দিতে পারেন সমাবেশে।

এ ব্যাপারে নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে কথা হয় ঢাকা মেইলের। খুলনায় বিভাগীয় জনসমাবেশে থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সমাবেশের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের নেতাকর্মীদের সমবেত করার জন্য এবং জনগণকে আহ্বান করার কথা বলেছেন। আমরা সেই নির্দেশনা নিয়ে দুই দফা মিটিং করেছি, আজকেও মিটিং করব। তারপর আগামীকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান জানাবো।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: মানুষ হেঁটে-সাঁতরে খুলনার সমাবেশে আসবে: দুদু

মঞ্জু বলেন, ‘তবে আমাদের নেতাকর্মীরা পজিটিভ। যেহেতু কেন্দ্রীয় প্রোগ্রাম, নেত্রীর মুক্তির আন্দোলন এবং জনগণের দাবি আদায়ের জন্য বিভাগীয় পর্যায় কর্মসূচি, কেন্দ্রীয় নেতারা আসবেন, এজন্য এই কর্মসূচিতে যোগ দেওয়ার ব্যাপারে তারা মত দিয়েছেন।’

তাহলে এই কর্মসূচিতে আপনারা থাকছেন- এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা থাকবো। আগামীকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করব।’

খুলনা সমাবেশে কত লোকের সমাগমের লক্ষ্য রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘খুলনা যেহেতু বিভাগীয় সমাবেশ, এর আগে যতগুলো মহাসমাবেশ হয়েছে তখনও গণপরিবহন বন্ধ করে দেওয়া দিয়েছিল। এবারও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, নদীপথ বন্ধ করে দেওয়া হয়েছে। শহরে যাতে মানুষ প্রবেশ করতে না পারে সে চেষ্টা করা হচ্ছে। তারপরও এক লাখ লোকের সমাগম ঘটবে। যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক মানুষকে ঠেকানো সম্ভব হবে না। সমাবেশের নির্ধারিত সময়ের পূর্বেই মানুষ চলে আসবে। মানুষ হেঁটে চলে আসবে। সরকারি দল চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে।’


বিজ্ঞাপন


manju
খুলনার রাজনীতিতে বরাবরই সরব নজরুল ইসলাম মঞ্জু। ছবি: সংগৃহীত

২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বাদ পড়েন মঞ্জু ও তাঁর অনুসারীরা। গত ১২ ডিসেম্বর দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় তাকে। ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন: ধর্মঘট-কারফিউ কিছুই মানা হবে না: ফখরুল

মঞ্জুর প্রায় ৪৩ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের এমন পরিণতি মানতে পারেননি খুলনার বিএনপি নেতারা। তাকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, পাঁচ থানার সভাপতি-সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কমিটির পাঁচ শতাধিক নেতা পদত্যাগ করেন।

জানা গেছে, ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করেন মঞ্জু। ১৯৮৭ সাল থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ সাল থেকে সাধারণ সম্পাদক, ২০০৯ সাল থেকে খুলনা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০০৮ সালে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৮ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হন। যদিও ব্যাপক কারচুপির অভিযোগ এনে তিনি ফলাফল ঘোষণার আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর