শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নির্বাচনি প্রচারণার নানা অভিযোগ নিয়ে ইসিতে যাবে জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

নির্বাচনি প্রচারণার নানা অভিযোগ নিয়ে ইসিতে যাবে জাপা

চলতি মাসে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন ছাড়াও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণার ক্ষেত্রে নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাত করবেন।

আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির নেতারা সিইসির সঙ্গে এই সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি (২) খন্দকার দেলোয়ার জালালী।


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে তিনি বলেন, সিইসির সঙ্গে সাক্ষাৎকালে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার দাবি জানানো হবে জাতীয় পার্টির পক্ষ থেকে। এছাড়া অনুষ্ঠেয় নির্বাচন সম্পর্কে কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হবে।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ১৭ অক্টোবর দেশের ৬১ জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর