শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

১৭ মাস পর কারামুক্ত হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

১৭ মাস পর কারামুক্ত হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব
ফাইল ছবি

১৭ মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্ত হয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি গ্রেফতারের সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে হেফাজতে ইসলামের নতুন যে কমিটি করা হয় সেখানে তিনি স্থান পাননি।

রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় মাওলানা জুনায়েদ আল হাবীব কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন তার ছেলে মাহমুদ আল হাবিব।


বিজ্ঞাপন


গত বছরের ১৭ এপ্রিল বারিধারা মাদরাসা থেকে মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর কয়েক দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কয়েক দফা তার জামিন আবেদন করা হলেও তা নাকচ করেন আদালত। অবশেষে ১৭ মাসের বেশি সময় পর তিনি কারামুক্ত হলেন।

২০২১ সালে হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের করা সহিংসতার একাধিক মামলার আসামি জুনায়েদ আল হাবীব। এছাড়া ২০১৩ সালের কয়েকটি মামলারও আসামি তিনি।

মাওলানা জুনায়েদ আল হাবীব জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি। ঢাকার জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম মাদরাসার প্রিন্সিপাল। সারাদেশে একজন ইসলামি বক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে।

জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর