শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী অবান্তর কথা বলেছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী অবান্তর কথা বলেছেন: রিজভী

ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দুর্নীতি ও নৃশংসতা বিদেশিদের কাছে তুলে ধরতে প্রবাসীদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন এর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারপ্রধানের বক্তব্যকে ‘অবান্তর’ ও ‘অমূলক’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপির এই মুখপাত্র।  

রোববার (২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রুহুল কবির রিজভী বলেন, ‘ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানাতে হবে। অথচ আজকে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। একটা দরজা জানালার পর্দার দাম ২২ লক্ষ টাকা, আজকে খিচুড়ি রান্না শেখার জন্য, পুকুর কাটার জন্য সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছেন জনগণের টাকায়। এই যে রাষ্ট্রীয় তহবিল এটাকে নিয়ে যে নয়-ছয় এবং এর মাধ্যমে সরকারের যে মহাদুর্নীতির মুখোশ বেরিয়ে এসেছে সেটাকে আড়াল করার জন্য এখন এই কথাগুলো বলছেন প্রধানমন্ত্রী।’

বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তাহলে কী দাঁড়ালো যে, এক অন্যায় আরেক অন্যায়কে জাস্টিফাই করে। বিএনপির আমলে যে অন্যায় হয়েছে আমরা তার চেয়েও বড় অন্যায় করে এটাকে জাস্টিফাই করবো, সেটাই হচ্ছে এই বক্তব্যের অর্থ।’

রিজভী বলেন, 'শেখ হাসিনার অপরাধ সুপরিকল্পিত, এই অপরাধ দেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। কারণ তিনি আজীবন ক্ষমতা ধরে রাখতে চান। আর এই ক্ষমতা ধরে রাখতে গিয়ে তিনি গুম, খুন, ক্রসফায়ারের মতো অপরাধ করছেন। কিন্তু এসব করে পার পাবেন না। আপনাদের অপরাধের জন্য এদেশের মানুষের আদালতে আপনার সরকারের বিচার হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির আমলে যদি সত্যিকার অর্থেই কোনো অন্যায় হতো, যদি কোনো ধরনের নৃশংসতা হতো, তাহলে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একধরনের নিষেধাজ্ঞা আসতো। বিএনপির সময়ে তো এই ধরনের নিষেধাজ্ঞা আসেনি। উনি (প্রধানমন্ত্রী) যেভাবে নাটক তৈরি করেন বাংলাদেশে আর কেউ কোনো দিন পারেনি।’


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

এমই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর