শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিএনপি নেতারা বড় মজায় আছেন: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতারা বড় মজায় আছেন: কাদের

বিএনপি নেতারা বড় মজায় আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'বিএনপি নেতারা কত সুখে আছে! ওই বিদেশি দূতাবাসে গিয়ে মজার মজার খাবার খায়। আওয়ামী লীগ আর শেখ হাসিনার বিরুদ্ধে নালিশ করে। এই হইলো তাদের রাজনীতি।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামপুরে কদমতলী থানার ছয়টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।


বিজ্ঞাপন


সরকারি দলের গণসমাবেশের ছবি পত্রিকায় ছাপা হয় না এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সমাবেশের শেষ মাথা দেখা যায় না। এত লোক। যত বড়ই সমাবেশ হোক পত্রিকায় আসবে না। ফখরুল সাহেবের মিটিং করেন উনাদের বড় বড় ছবি ছাপে। আওয়ামী লীগের ছাপে না। সরকারি দলের ছাপে না।'

সেতুমন্ত্রী বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য, কিছু বলার নেই। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কারণ নিজের প্রচারের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি একটি আদর্শের জন্য।'

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নাকি বলে শেখ হাসিনার প্রতি আস্থা নাই। যত প্রকার সহযোগিতা দরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতা করে যাবেন। আমরা আস্থা চাইব কোনো দলের না। এদেশের জনগণের আস্থা আছে শেখ হাসিনার প্রতি। এটা আবার আগামী নির্বাচনে প্রমাণ হবে। বিএনপির আস্থা আমরা চাই না। আমাদের আস্থা দরকার জনগণের। জনগণের আস্থা আছে।'

বিএনপি নেতাদের প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'সকালবেলা বিএনপি'র নেতারা ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে কোথায় যান? গুলশানে। কোথায় যায়? বারিধারা। কেন যায়? নালিশ করতে। নাম কি? বাংলাদেশ নালিশ পার্টি। বিএনপি'র নাম কি? বাংলাদেশ নালিশ পার্টি।'


বিজ্ঞাপন


বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, 'ফখরুল সাহেব - বিএনপি এখন উভয় সংকটে। জলে কুমির ডাঙায় বাঘ। বিএনপির সামনে বিপদ, আন্দোলনেও বিপদ, নির্বাচনেও ভয়। তাদের এখন উভয় সংকট৷ জলে কুমির ডাঙায় বাঘ এই অবস্থা নিয়ে কোথায় যাবেন? নেতা তো ঠিক নেই।'

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর