শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইডেনের বহিষ্কৃত নেত্রীদের গণমাধ্যমে কথা বলতে যুবকের বাধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

ইডেনের বহিষ্কৃত নেত্রীদের গণমাধ্যমে কথা বলতে যুবকের বাধা

ইডেন মহিলা কলেজের বহিষ্কার হওয়া নেত্রীরা যখন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হচ্ছেন, তখন তাদের কাছে প্রতিক্রিয়া জানতে চায় গণমাধ্যমকর্মীরা। সে সময় পথচারী পরিচয় দেওয়া একজন তাদেরকে গণমাধ্যমে কথা বলতে বাধা দেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পরে গণমাধ্যমকর্মীরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পথচারী পরিচয় দেন। ইডেন ছাত্রলীগের নেত্রীদের গণমাধ্যমে কথা বলতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে পরে তিনি তা অস্বীকার করেন। 

ওই ব্যক্তি নিজেকে নাম জানিয়েছেন আরিফ। তার ভাষ্য মতে, তিনি ধানমন্ডি ২/এ সড়কের বাসিন্দা। 

তার কথার সত্যতা যাচাই করতে এবং বাধা দেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে ওই ব্যক্তিতে পুলিশে সোপর্দ করা হয়। 

এ সময়  ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে শুরু জানান, তারা অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। 


বিজ্ঞাপন


তবে ঘোষণার দুই ঘণ্টা পরেই কি কারণে সিদ্ধান্ত থেকে তারা সরে আসলেন এমন প্রশ্নের জবাব দেননি তারা। 

এর আগে সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন বহিষ্কার হওয়া নেত্রীরা। 

রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইডেন কলেজ ছাত্রলীগের ১০ জন সহ-সভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও চারজন কর্মীকে স্থায়ী বহিষ্কার করা হয়। 

বহিষ্কাকারাদেশ তুলে নেওয়া না হলে আমরণ অনশনে যাবেন বলে ঘোষণা দেন তারা। 

কারই/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর