শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ধানমন্ডিতে নয়, হাজারীবাগে সমাবেশ করবে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮ এএম

শেয়ার করুন:

ধানমন্ডিতে নয়, হাজারীবাগে সমাবেশ করবে বিএনপি 

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে সমাবেশ প্রশ্নে এখনো অনড় অবস্থানে রয়েছে বিএনপি। পূর্বঘোষিত নির্ধারিত সময়ে সমাবেশ হাজারীবাগে করতে চায় দলটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা মেইলকে বলেন, ঢাকা মহানগরের আহবায়ক (আব্দুস সালাম) আমাকে ফোন করে বলেছে হাজারীবাগ সিকদার মেডিকেল কলেজের সামনে তারা (পুলিশ) শেষ পর্যন্ত এলাও করবে। শেষ মুহূর্তে বলতে এখন তো শেষ সময় নেতা কর্মীদের জড়ো হওয়ার কথা। সিকদার মেডিকেলের ওখানে লোকজন নিয়ে আমরা যাচ্ছি। এর আশেপাশেই আমরা সমাবেশ করার চেষ্টা করব। পুলিশ নাকি এখানে সমাবেশ করার কথা বলেছে তারা কোন বাধার সৃষ্টি করবে না।


বিজ্ঞাপন


জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে সেখানে যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। এ কারণে পুলিশ সমাবেশস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৪ নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান ও ধানমন্ডি থানার উদ্যোগে সমাবেশ হওয়ার কথা। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমন্ডি জোনের এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকার রয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।

বিশেষ অতিথি থাকবেন ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু ও সভাপতিত্ব করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের।


বিজ্ঞাপন


ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম ঢাকা মেইলকে বলেন, পুলিশের সাথে আমাদের কথা হয়েছে হাজারীবাগ সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশ করার জন্য তারা মৌখিকভাবে সম্মতি দিয়েছে। একটু পরে আমরা অফিসিয়াল অনুমোদনের জন্য যাব। 

এমই/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর