শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

দুর্নীতিবাজদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে: ইনু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

দুর্নীতিবাজদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে: ইনু

দুর্নীতিবাজদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ও সাবেক মন্ত্রী সভাপতি হাসানুল হক ইনু। বলেলেন, ‘জনগণের জীবনের দুঃখ, কষ্ট দূর করে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধ করে বাজার সিন্ডিকেট দমন, দুর্নীতিবাজদের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে জাসদের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


হাসানুল হক ইনু বলেন, ‘বাঙালি, বাংলা, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি যতদিন রাজনীতির মাঠে থাকবে ততদিন দেশে রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষ, সংঘাত, অশান্তির অবসান হবে না। তাই একাত্তরের পরাজিত চিরশত্রু জামায়াত-বিএনপিকে বর্জন ও পরাজিত করার রাজনৈতিক সংগ্রামে সবাইকে কাজ করতে হবে। দেশে সুশাসন ও সমাজতন্ত্রকে এগিয়ে নিতে সমানতালে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ইনু বলেন, ‘সমগ্র জাতিকেই ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ আফিগানিস্তান-পাকিস্তানের মতো তালেবানি পথে যাবে, ধর্মের নামে সংঘাত, সংঘর্ষ, অশান্তি, খুনাখুনি, রক্তারক্তির পথে যাবে, না শান্তি, স্থিতিশীলতা উন্নয়নের পথে যাবে?’

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে বর্তমান অস্থিরতা, সংঘাত, সংঘর্ষ নতুন নয়। এটা ৫২, ৭১, ৭৫ এর পুরাতন বিরোধেরই বহিঃপ্রকাশ। স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও এই বিরোধের সমাধান ও মীমাংসা হয়নি। ৫২ ও ৭১ এর মীমাংসিত বিষয়সমূহ অমীমাংসিত থাকা, ঐতিহাসিক সত্যকে অস্বীকার করার রাজনীতিই এই বিরোধের মূল কারণ। ৫২ ও ৭১ বিরোধী, বাংলা, বাঙালি, বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থার রাজনীতি রাষ্ট্র, রাজনীতি, সমাজে চাপিয়ে দিয়ে জাতিকে বিভক্ত করে বিরোধের রাজনীতিকে স্থায়ী রূপ দিয়েছে। বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী শক্তিসমূহ এই বিরোধের রাজনীতির ধারক ও বাহক। এরা বাঙালির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান মানে না। এরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহনীর গণহত্যা ও রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধীদের পক্ষে, বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে সাফাই গায়। এরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক ধারাকে নিশ্চিহ্ন করতে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।’

ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হাসান জুয়েলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মির্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী ও জসিম উদ্দিন বাবুল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর