শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

শেখ হাসিনায় আস্থা রাখুন, সংকট বেশিদিন থাকবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনায় আস্থা রাখুন, সংকট বেশিদিন থাকবে না: কাদের
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ইউক্রেনে যুদ্ধের কারণে যে সংকট চলছে তা বেশিদিন থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বিভিন্নভাবে চেষ্টা করছেন। ভারত সফর করেছেন৷ চিন্তা করবেন না, এই সংকট বাংলাদেশের এমন কোনো সংকট হবে না। আগামী দিনগুলো ভালো যাবে। আমরা আস্তে আস্তে স্বস্তিতে ফিরে যাচ্ছি।’


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে টেনে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'আজকে আপনাদের যে কষ্ট, সেই কষ্ট আমাদের সৃষ্টি নয়। জীবনযাত্রার যে কষ্ট, জ্বালানির দাম সারাবিশ্বে আজ বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ সংকটকে আরও প্রকট করেছে৷’

দেশবাসীর উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, 'আমি জনগণকে বলব, আপনারা বঙ্গবন্ধু কন্যার প্রতি বারবার আস্থা রেখেছেন, ঢাকাবাসী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আস্থা রাখুন। এই সংকট বেশিদিন থাকবে না। আবার সুদিন আসবে। আমি আপনাদের অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি।'

সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, জোর করে দায়িত্ব নেওয়া যাবে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি মনে করেন শোডাউন করে সংসদ সদস্য হওয়া যাবে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।


বিজ্ঞাপন


সম্মেলনে বিএনপি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, 'একাত্তরের পরাজিত শক্তির উন্মাদনা শুরু হয়েছে। বিএনপি'র নেতৃত্বে আজকে এই অপশক্তিকে, অপশক্তির বিরুদ্ধে আমি ঢাকাবাসী, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন ঢাকাবাসী জনগণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

আগামী দিনে শেখ হাসিনাই বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর