ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী কায়দায় আন্দোলন দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দলের চলমান আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকায় মোমবাতি জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের হামলা ও নেতাকর্মীদের রক্তাক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রিন্স বলেন, মোমবাতি জ্বালাতেই যদি আওয়ামী লীগের বুকে আগুনের তাপ লাগে, তবে সেদিন বেশি দূরে নয়- মশাল জ্বাললে সরকার পুড়ে ছারখার হয়ে যাবে। মোমবাতি প্রজ্বলন, অবস্থান বা মিছিল-সমাবেশের মতো শান্তিপূর্ণ ও নিরীহ কর্মসূচিতে ভয় পেয়ে নির্লজ্জের মতো সন্ত্রাসী হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা জনবিচ্ছিন্ন এবং ফ্যাসিস্ট।
বিএনপির এই নেতা বলেন, জনবিচ্ছিন্ন সরকার গণবিক্ষোভে ভীত হয়ে বেসামাল আচরণ করছে, সন্ত্রাসের ভাষায় কথা বলছে। তারা ‘মাস্তানতন্ত্র’ কায়েম করে সংঘাত উস্কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এসব করে কোনো লাভ হবে না। জনগণ তাদের লাল কার্ড দেখানো শুরু করেছে। এ জন্য বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন অজুহাতে বিদেশে দৌড়ঝাঁপ শুরু করেছে।
এ সময় তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ‘বিশাল লটবহর’ নিয়ে রাষ্ট্রের টাকা অপচয় করে ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী ব্রিটেন-আমেরিকা সফরে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে বলেন, এই সফরেও দেশ ও জনগণের প্রাপ্তি শূন্য হলেও তিনি নিজে ক্ষমতায় টিকে থাকতে দহরম-মহরম করতে গেছেন। এই সফর মূলত ‘প্লেজার ট্রিপে’ পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ভাড়া করা বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতারণের অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, রাণীর অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্রিটেনের আমন্ত্রণেই যদি প্রধানমন্ত্রীর সফর হয়ে থাকে, তবে অন্যান্য রাষ্ট্র নেতাদের বিমান অবতরণ করলেও কেন তার বিমান সেখানে অবতারণ করার অনুমতি পায়নি?
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হানিফ মো. শাকের উল্লাহ, আবদুল হাই, নাদিম আহম্মদ, আবু হাসনাত বদরুল কবির, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল হামিদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব ছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ প্রমুখ বক্তব্য রাখেন।
এমই/আইএইচ