মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৮৭ বছরের জীবনের ৬৬ বছরই আ.লীগকে দিয়ে গেছেন সাজেদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ এএম

শেয়ার করুন:

৮৭ বছরের জীবনের ৬৬ বছরই আ.লীগকে দিয়ে গেছেন সাজেদা

জন্মেছিলেন ১৯৩৫ সালের ৮ মে। পিতার সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুনের কন্যা মাত্র ২১ বছর বয়সে এসে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরের ঘটনাপ্রবাহ সবারই জানা। জীবনের শেষদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। 

১৯৫৬ সালে আওয়ামী লীগে যোগ দেওয়া সাজেদা ১৯৬৯ থেকে ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 


বিজ্ঞাপন


শিক্ষাজীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করা সাজেদা চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। 

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২ থেকে ১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্ল গাইডের ন্যাশনাল কমিশনার এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাজেদা ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সাল থেকে আমৃত্যু দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বও পালন করছেন এই প্রবীণ রাজনীতিবিদ।


বিজ্ঞাপন


তিনি ১৯৭৪ সালে গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ইউনেস্কো ফেলোশিপ পান। একই সময়ে তিনি বাংলাদেশ গার্ল-গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার হিসেবে সর্বোচ্চ সম্মানসূচক সনদ সিলভার এলিফ্যান্ট পদক লাভ করেন। তিনি ২০০০ সালে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ওমেন অব দি ইয়ার নির্বাচিত হন। ২০১০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে পৃথিবীর মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। বার্ধক্যজনিত নানা রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে হারতে হয়েছে তাকে। 

কারই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর