বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ভারত সফরের ব্যর্থতা আড়াল করতে মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যর্থতা আড়াল করতে মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের পাগাড়িয়ায় ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সেতুমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের বেঁচে থাকতে ভারত সবকিছু করবে কেন? সরকার কী করছে? প্রধানমন্ত্রী কি ভিক্ষার ঝুলি নিয়ে ভারতে গিয়েছিলেন?’

এমরান সালেহ প্রিন্স বলেন, ক্ষমতায় টিকে থাকতে ভারতের সহযোগিতা চেয়ে আওয়ামী লীগ একদিকে রাষ্ট্রদ্রোহিতাসম অপরাধ করেছে, জনগণকে অপমানিত করেছে, অন্যদিকে নিজেদের জনবিচ্ছিন্নতার পাশাপাশি দুর্নীতি-লুটপাটের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ রাষ্ট্রীয় কোষাগার শূন্যতার প্রমাণ দিয়েছে।

বিদেশে তাদের প্রভু আছে বলেই বিদেশে গিয়ে নতজানু ও প্রজাসুলভ আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, ভারত সফরকালে সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশের নাগরিককে হত্যা করলেও প্রধানমন্ত্রী প্রতিবাদ পর্যন্ত করলেন না। তিস্তার চুক্তি করাতে পারলেন না। এসব সরকারের নতজানু নীতির বহিঃপ্রকাশ। এর বিচার একদিন হবে।


বিজ্ঞাপন


বিএনপির এই নেতা বলেন, দুর্নীতি-লুটপাট-দুঃশাসন কায়েম করে জনগণকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করছে। এখন জনগণকে বাঁচানোর নামে ভারতের দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে ধরনা দিচ্ছে। দেশের অর্থনীতিকে তারা ফোকলা করে দিয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি করে সরকার মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। জীবন বিপন্নকারী এই সরকারকে জনগণ ক্ষমা করবে না, ক্ষমতায়ও দেখতে চায় না।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য হাফেজ আজিজুল হক, হানিফ মো. শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, হাবিবুল ইসলাম শহীদ, আলমগীর আলম বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, সহ-সভানেত্রী মনোয়ারা বেগম ময়না, বিএনপি নেতা আলী মাহমুদ, আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, সাবেক ছাত্রদল নেতা মির্জা রনি ও নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এমই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub