মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মৃত বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর তুলনায় বেশি শক্তিশালী’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

‘মৃত বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর তুলনায় বেশি শক্তিশালী’
ছবি: ঢাকা মেইল

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনিরা সফল হয়নি। কারণ মৃত বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর তুলনায় অনেক বেশি শক্তিশালী। 

বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মরহুম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি। 


বিজ্ঞাপন


মোজাম্মেল হক বলেন, ‘খুনি জিয়া, খুনি মোশতাক প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল। ১৫ আগস্টের হত্যা ছিল মুক্তিযুদ্ধের চেতনা হত্যা করা, বাংলাদেশকে হত্যা করা। খুনিরা সফল হয়নি। কারণ মৃত বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর তুলনায় অনেক বেশি শক্তিশালী।’

দেশে খাদ্য ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সাড়ে সাত কোটি মানুষ যখন ছিলাম, তখন খাদ্যে ঘাটতি ছিল। এখন সাড়ে ১৬ কোটি লোক, এখন খাদ্যে ঘাটতি নেই।’

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘আমি নেতাকর্মীদের নিয়ে গাজীপুর থেকে এসেছিলাম। একটু দূরে ছিলাম। কর্মীদের নিয়ে বাদাম খাচ্ছিলাম। হঠাৎই বিস্ফোরণ। সেদিন খুনিরা আমাদের শ্রদ্ধেয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছিল। মূল টার্গেট ছিলেন শেখ হাসিনা।’

মরহুম আইভি রহমানের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘তিনি এককালে মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগরের এমন কোনো মিটিং নেই, যেখানে তিনি উপস্থিত ছিলেন না। আমি তাকে মঞ্চে উঠতে দেখিনি। তিনি তার কর্মীদের সঙ্গে থাকতেন। কাগজ বিছিয়ে বসতেন।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আইভি আপা একজন নিরহংকার নেত্রী ছিলেন। কর্মীবান্ধব নেত্রী ছিলেন। আইভি আপার রক্ত যেন বৃথা না যায়।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ উপস্থিত ছিলেন। 

কারই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর