শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের ব্যাখ্যা চান ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের ব্যাখ্যা চান ফখরুল

শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের কাছে এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন। আওয়ামী লীগ সরকার ভারতের আনুকূল্যে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 


বিজ্ঞাপন


মির্জা ফখরুল বলেন, ‘দুদিন আগে আওয়ামী লীগের একটি মিছিল-সমাবেশ হয়েছে, সেখানে এমপিরা-মন্ত্রীরা হুমকি দিয়েছেন। হুংকার দিয়েছেন, সন্ত্রাসী ভাষায় কথাবার্তা বলেছেন। এতই যদি আপনারা হুমকি দেন, ধমকি দেন, তাহলে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য চায় কেন? আমরা এই কথাটার ব্যাখ্যা চাই। আমরা জানতে চাই এ সরকারের কাছে, পররাষ্ট্রমন্ত্রীর কাছে এবং ভারত সরকারের কাছেও।’

আরও পড়ুন: ভারত প্রসঙ্গে মোমেনের বক্তব্য নাকচ কাদেরের

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন এ কথার অর্থ কী? এর অর্থ দাঁড়ায় ‘সরকার টিকে আছে ভারতের আনুকূল্যে’। এটা মানুষ জানতে চায়, এটা অনেক জরুরি কথা। এরা (আওয়ামী লীগ) এমন সব মানুষকে মন্ত্রী বানিয়েছে, তারা কখন কী বলে নিজেরাও জানে না।’

ফখরুল বলেন, ‘আজকে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন রাষ্ট্র থাকবে কি, থাকবে না। বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ থাকবে কি, থাকবে না। বাংলাদেশ সত্যিকার অর্থে কি মানুষের অধিকারগুলো ফিরিয়ে এখানে একটি সমৃদ্ধির বাংলাদেশ আর তৈরি করবে কি করবে না। কারণ আমার দেখলাম আওয়ামী লীগ ক্ষমতাসীন হওযার পর থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে। সংবিধানকে পরিবর্তন করেছে। মানুষের একদিন ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার যে সুযোগ ছিল, সেই ভোট দেওয়ার ক্ষমতাকে তারা হরণ করে নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে তারা বাতিল করে দিয়েছে। আজকে এই আওয়ামী লীগ সরকার এখনও ভয়ংকরভাবে লুটপাট, ডাকাতি মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পেটে হাত দিয়েছে।’


বিজ্ঞাপন


সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, এমন কোনো পণ্য নেই যার মূল্য দুই গুণ, তিন গুণ, এমনকি চার গুণ বাড়েনি। কারণ কী, প্রধানমন্ত্রী বলেন বিশ্ব অর্থনীতিতে সংকট। বিশ্ব অর্থনীতিতে যাদের সংকট থাকে, তাহলে আগে থেকে আপনারা কেন ব্যবস্থা নেননি? বারবার করে বলা হয়েছিল, আপনারা যে লুটতরাজ করছেন এগুলো বন্ধ করেন, বন্ধ করেন। কিন্তু করেনি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এই যে আজকের দুর্নীতি শুরু হয়েছে লুণ্ঠন শুরু হয়েছে, এটার জন্য এককভাবে দায়ী হচ্ছে আওয়ামী লীগ সরকার। আজকে আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে।’

fakhrul2

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজকে প্রতিদিন প্রতিটি রাস্তায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কারণ কোথাও কোনো ডিসিপ্লিন নেই। কোথাও কোনো সুশাসন নেই। সব জায়গায় যে যেভাবে পারছে লুট করছে, দুর্নীতি করছে। টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে।’

ফখরুল বলেন, ‘ক্ষমতায় থাকলে লম্বা লম্বা কথা বলা যায়, ক্ষমতা ছেড়ে আসুন। ক্ষমতা ছেড়ে আসুন তখন বুঝবেন আপনাদের শক্তি কতটুকু। কয়টা লোক আপনাদের পক্ষে আছে তখনই বোঝা যাবে।’

আরও পড়ুন: ভারতকে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ফখরুল বলেন, ‘এরা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, এরা গণশত্রুতে পরিণত হয়েছে। এরা বাংলাদেশের শত্রু। গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। গুমের কথা যখন বলা হয়েছে তখন তাদের মাথা ঘুরে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস হাইকমিশনার তিনি এখানে এসে যাওয়ার পূর্বে একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি পরিষ্কার করে বলেছেন, এখানে র‌্যাবের হাতে যে গুম হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সমস্ত প্রমাণ পাওয়া গেছে। এদের বিচার করা দরকার। এদের অবশ্যই স্বাধীন বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হক মিলন, মীর শরাফত আলী সফু, আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর