বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: রব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল: রব

‘শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি’ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (১৯ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


আ স ম আবদুর রব বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সরকারের অবস্থানের প্রতিফলন। তার বক্তব্যে দেশবাসী স্তম্ভিত। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কারণ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অন্য কোনো রাষ্ট্রের অঙ্গ নয়, বা কারও ‘মক্কেল’ রাষ্ট্র নয়।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার ক্ষমতায় থাকা বা না থাকা নির্ভর করে দেশের জনগণের অভিপ্রায়ের ওপর। অন্য কোনো রাষ্ট্রের ওপর নয়। ক্ষমতায় টিকে থাকতে ভারতের কাছে পররাষ্ট্রমন্ত্রীর আকুতি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী। আবদুল মোমেন তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন।’

আরও পড়ুন: ভারতকে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

জেএসডির সভাপতি বলেন, ‘সরকারের এই অবস্থানের কারণে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নতুবা সরকারকে পদত্যাগে বাধ্য করতে গণজাগরণ অনিবার্য।’


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

যদিও শুক্রবার মন্ত্রীর এই বক্তব্য নাকচ করে দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, দল বা সরকারের বক্তব্য এটা নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কোনো দেশকে সহযোগিতার আহ্বান জানায়নি এবং ভবিষ্যতে জানাবেও না।

এমই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর