রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কৃষিখাত ধ্বংসের ঘৃন্য প্রচেষ্টা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কৃষিখাত ধ্বংসের ঘৃন্য প্রচেষ্টা’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কৃষিখাতকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘৃন্য প্রচেষ্টা বলে বলে জানিয়েছে জাতীয় কৃষক সমিতি।

সোমবার (৮ আগস্ট) জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


বিজ্ঞাপন


সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ বিবৃতিতে বলেন, দাতাগোষ্ঠির শর্ত বাস্তবায়ন করার জন্য সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে কৃষিখাত ধ্বংস করে দেশকে দুর্বিসহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশকে করোনা মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিল কৃষিখাত। সেই কৃষিখাতকে ধ্বংস করে দেওয়ার জন্যই এটি করা হচ্ছে। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের একটি বিপুল অংশ ক্ষেতের ফসল হারিয়ে ও আশ্রয়হীন হয়ে যখন আগামী জরুরি আমন ফসল উৎপাদনে জন্য চেষ্টা করছে ঠিক সেই মুহুর্তে দেশে কৃষিখাতকে ধ্বংস করার জন্য সরকারের উচ্চতর মহলে বিদেশি ষড়যন্ত্রে অংশ হিসেবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে কৃষি খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কৃষক সমিতি।

বিবৃতিতে আরও বলেন, দেশে প্রচণ্ড খড়া পরিস্থিতি চলছে। বিনা সেচে কোনো ফসল উৎপাদন হবে না। ঠিক সেই মূহুর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কৃষিখাতকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘৃন্য প্রচেষ্টা হিসাবেই দেখছি। সরকারের এই পদক্ষেপ সর্বনাশ ডেকে আনবে। তাই তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানান জাতীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ।

ডব্লিউএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর