শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

জনগণ দিশেহারা, সরকারকে বিদায় করতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

জনগণ দিশেহারা, সরকারকে বিদায় করতে হবে: ফখরুল

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যে জনগণ আজ দিশেহারা দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে বিদায় করে দেওয়াই দেশপ্রেমিকের কাজ। সরকারকে ক্ষমতায় থেকে বিদায় করতে তিনি নেতাকর্মীসহ সব দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।

শনিবার (৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগ এই সমাবেশের আয়োজন করা হয়। 

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আসুন আজকে জাতির প্রয়োজনে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দানব সরকারকে পরাজিত করি। সত্যিকার অর্থে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করি।’

ফখরুল বলেন, ‘আর সময় নেই, আমাদেরকে জেগে উঠতে হবে। জেগে উঠে এদেরকে পরাজিত করতে হবে। আমরা আজকে সেই লক্ষ্যে দৃঢ় ঐক্য গড়ে তুলি।’

আরও পড়ুন: রাজনীতিতে হঠাৎ ‘উত্তাপ’, নানা গুঞ্জন


বিজ্ঞাপন


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বারবার বাড়ানো হচ্ছে জ্বালানি তেল, ভোজ্যতেল, গ্যাস, বিদ্যুৎ পানির মূল্য। এরা ক্ষমতায় আসার পর থেকেই মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশেহারা।’

bnp1

মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) যে দুর্নীতি করছে, তার প্রমাণ মধ্যরাতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী বাড়িয়ে দেওয়া। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন, সহনীয়ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে, অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে ৫০ শতাংশ মূল্য বৃদ্ধি করা হলো। এই বৃদ্ধি জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে। পরিবহন, নিত্যপণ্যসহ সর্বক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হবে। মাঝখানে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গত কয়েক বছরে আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিনা কারণে মিথ্যে মামলা দিয়ে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারা অন্তরীণ করে রাখা হয়েছে। এই সরকার মিথ্যে মামলা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে।’

কাঁচা মরিচের দাম ৩০০ টাকা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ এখন দিশেহারা হয়ে গেছে। এই সরকার বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। তারা আজকে বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে। তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াই হচ্ছে একমাত্র দেশপ্রেমিকের কাজ।’

‘তাদের সরিয়ে দেওয়ার কথা বললেই তারা বলেন, তাদেরকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। চক্রান্ত করেন আপনারা, আমরা চক্রান্ত করি না। আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে জনগণের কাছে যাচ্ছি এবং রাজপথে এর ফায়সালা করবো।’

bnp2

ফখরুল বলেন, ‘আমাদের নেতা পরিষ্কার করে বলেছেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। আমরা সেই বাংলাদেশ নিয়ে যেতে চাই যে, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বপ্ন দেখেছিলাম। একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা পৃথিবীতে চাই।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এমই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর