শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

আগস্ট এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়ে ওঠে: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১০:২৪ এএম

শেয়ার করুন:

আগস্ট এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়ে ওঠে: কাদের

আগস্ট মাস এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয় হয়ে ওঠে, ভোলায় পুলিশের ওপর হামলা তারই লক্ষণ।

ভোলায় পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সেদিনের সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে কারা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। হামলা করলে পুলিশ কি আঙুল চুষবে।

সেতুমন্ত্রী বলেন, ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে। এই মাসে দলটি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। তারা চেয়েছে নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে। আগুন সন্ত্রাস করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।

শেখ কামালের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শহীদ শেখ কামালের কাছে বাংলাদেশের তরুণ সমাজের অনেক কিছু শেখার আছে। বহুমাত্রিক প্রতিভা ও মেধার অধিকারী ছিলেন।


বিজ্ঞাপন


১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাকেও হত্যা করে ঘাতকরা।

ছাত্রলীগের কর্মী হিসেবে উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর