আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম তোফায়েল আহমেদ। তিনি ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় বোর্ডের সদস্য। ৭৮ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা নিচ্ছেন দেশের বাইরে।
২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই অসুস্থ তোফায়েল আহমেদ। স্ট্রোক করার কারণে এক বছরের বেশি সময় ধরে অসুস্থতায় ভুগছেন তিনি। তখন আগে নেওয়া হয় ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে।
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে গত রোজার ঈদের আগে তাকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সে চিকিৎসা শেষে ঈদের কয়েকদিন আগে দেশে ফেরেন তিনি। পরে আবার অসুস্থ হয়ে পড়লে সম্প্রতি তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তোফায়েল আহমেদের ভাগিনা ও ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান মনির ঢাকা মেইলকে জানান, তোফায়েল আহমেদ বর্তমানে অসুস্থ। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতার পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ হলেও তিনি এখন ভালো আছেন। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ধীরে হলেও চলাফেরা করতে পারছেন।
বয়স ও অসুস্থতার কারণে তোফায়েল আহমেদের প্রতিদিনের রুটিনে অনেক পরিবর্তন এসেছে। গত দেড় বছর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খুব একটা ব্যস্ত থাকতে পারেননি এই নেতা। সময় কাটান লেখালেখি ও বই পড়ে।
ঘনিষ্ঠজনরা জানান, সকালে সংবাদপত্র পড়েন তিনি। ঢাকার বনানীতে তার বাসার নিচতলার পাঠাগারে সময় বেশি দেন। সশরীরে রাজনৈতিক অনুষ্ঠানে যান না। সাক্ষাৎকার দেন বাসায়। বিভিন্ন কার্যক্রমে অংশ নেন ভার্চুয়াল মাধ্যমে।
ভোলা-১ আসনের এই রাজনীতিবিদ রাজনৈতিক জীবনে বরাবর সপ্তাহে দুই দিন করে কাটাতেন নির্বাচনি এলাকায়। বৃহস্পতিবার নির্বাচনি এলাকায় যেতেন, ফিরতেন শনিবার রাতে।
করোনাভাইরাস মহামারি দেখা দেওয়ার পর এ রুটিনে ভাটা পড়ে। একই সঙ্গে দেখা দেয় অসুস্থতা। ফলে ঢাকা থেকেই নিয়মিত নির্বাচনি এলাকার খোঁজখবর রাখেন তিনি।
ভোলা-১ আসনের স্থানীয় সূত্র জানিয়েছে, তোফায়েল আহমেদ তার মায়ের নামে ভোলার উপশহর বাংলাবাজারে একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন। ২০১৬ সালে নিজ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যার মাধ্যমে দরিদ্র মানুষের জন্য হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তিসহ আর্তমানবতার সেবামূলক কাজ পরিচালিত হয়ে আসছে। বাংলাবাজারে গড়ে তোলা হয়েছে আজাহার ফাতেমা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতাল তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়।
কারই/এএস

