সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেপুটি স্পিকারের আসনে কে হচ্ছেন নৌকার কান্ডারি?

তোফায়েল হোসেন জাকির
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

ডেপুটি স্পিকারের আসনে কে হচ্ছেন নৌকার কান্ডারি?

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সদ্য প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার আসনটি ইতোমধ্যে শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। তবে এখনও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এর মধ্যেই এই আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কে পেতে পারেন তা নিয়ে সবখানে চলছে আলোচনা। মেলানো হচ্ছে নানা সমীকরণ। মনোনয়নপ্রত্যাশীদের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে চালাচ্ছেন নানা প্রচারণা।

প্রাথমিকভাবে জানা গেছে, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী তিনজন। তারা হলেন সদ্য প্রয়াত অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলী, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, ফারজানা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার স্বামী বিচারপতি খুরশীদ আলম সরকার। ফজলে রাব্বী মিয়ার মেয়ে হিসেবে তিনি বাবার উত্তরাধিকার দাবি করছেন।

জি.এম সেলিম পারভেজ ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলা ছাত্রলীগেরও সভাপতি ছিলেন। উপজেলা আওয়ামী লীগের দুইবার সাধারণ সম্পাদক ও দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যানও নির্বাচিত হন তিনি।

আর মাহমুদ হাসান রিপন ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নির্বাচনী এলাকায় দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

এই আসনের ভোটার ও আওয়ামী লীগ কর্মী মাহাবুব জয় ঢাকা মেইলকে বলেন, ‘ডেপুটি স্পিকার তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে গড়ে তুলেছেন নিঃস্বার্থ কর্মী বাহিনী। ফারজানা রাব্বী বুবলীকে নৌকা প্রতীক দিলে সবাই তাকে জয়ী করতে একসাথে কাজ করবে বলে মনে করি।’


বিজ্ঞাপন


ফুলছড়ির আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাদশা ঢাকা মেইলকে বলেন, ‘দীর্ঘদিন থেকে ফুলছড়ি-সাঘাটার আওয়ামী লীগকে আগলে রেখেছেন মাহমুদ হাসান রিপন। উপ-নির্বাচনে একজন ত্যাগী নেতা হিসেবে মাহমুদ হাসান রিপন আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। তার প্রচুর জনসমর্থন রয়েছে। তাই তাকে মনোনয়ন দিলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত।’

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ ঢাকা মেইলকে বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি করি। এর আগেও আমি দুই বার দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলাম। এবারের উপনির্বাচনে আমি দলীয় মনোনয়ন সংগ্রহ করবো। আশা করছি দল মূল্যায়ন করে মনোনয়ন দেবে।’

গাইবান্ধা-৫ আসনের সাতবারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় ২৩ জুলাই রাত ২টায়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে তাঁর মরদেহ দেশে এনে বাবা-মায়ের পাশে সমাহিত করা হয়।

প্রতিনিধি/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর