রাজধানীর কামরাঙ্গীর চর থানা আওয়ামী লীগের সম্মেলন শনিবার (৩০ জুলাই)। এই সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের মতে, জাতীয় সম্মেলনের মতো উৎসবমুখর হয়ে উঠেছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই থানা।
কামরাঙ্গীর চর মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যা আওয়ামী লীগের মহানগর দক্ষিণের অন্তর্গত ২৫টি থানার একটি।
বিজ্ঞাপন
আগামীকাল এই থানার ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে থানা আওয়ামী লীগের সদস্য ও ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন ঢাকা মেইলকে বলেন, 'মহানগর দক্ষিণের ২৫টি সাংগঠনিক থানার মধ্যে শ্রেষ্ঠ একটি থানা কামরাঙ্গীর চর। আপনি যদি আসেন, দেখবেন আমাদের প্রস্তুতি! থানার সম্মেলন না, মনে হবে জাতীয় সম্মেলন।'
শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় কামরাঙ্গীর চর সরকারি হাসপাতাল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিজ্ঞাপন
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
সভাপতিত্ব করবেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন সরকার।
কারই/জেবি

