শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
পোস্টে জামায়াত আমির লেছেন, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে উপস্থিত হয়ে চেয়ারে বসা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি সন্ত্রাসীরা জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায়।
ডা. শফিকুর রহমান জানান, হামলায় ৫০ জনের বেশি জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত ৯টা ২০ মিনিটে মাওলানা রেজাউল করিম শাহাদাতবরণ করেন।
তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা তাঁকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। আমিন।’ একই সঙ্গে গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বিজ্ঞাপন
পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেন জামায়াত আমির।
তার লেখেন, ‘এ ব্যাপারে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।’
পোস্টে জামায়াত আমির আরও লেখেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা ‘খুনের নেশায় মত্ত’।
‘এসব অপরাধীকে দ্রুত পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না’, হুঁশিয়ারি করেন তিনি।
টিএই/এএম

