মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

একটি দল প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

একটি দল প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। তারা বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলে আখ্যা দিচ্ছে। অথচ বিএনপি সরকারের সময়ে ওই দলেরই দুজন নেতা মন্ত্রিসভায় ছিলেন। বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা তখন কেন পদত্যাগ করেননি—এ প্রশ্ন তোলেন তিনি। তারেক রহমান বলেন, আসলে ওই দলের কোনো রাজনৈতিক জনভিত্তি নেই বলেই তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করা হবে।


বিজ্ঞাপন


b04eaf5b-87ac-4ab2-851d-31fc05ba5399তারেক রহমান বলেন, তিনি মানুষের জন্য রাজনীতি করেন এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে। দেশের সমস্যার সমাধান করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

আমি-ডামি ও নিশিরাতের ভোটের মাধ্যমে সবার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

70b933cb-6102-46c4-8187-69d88e084020এর আগে বিকেল চারটার পর ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। জনসভায় জেলার বাইরে থেকে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। নেতাকর্মীরা জানান, দলের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য তাঁরা আগেভাগেই জনসভাস্থলে উপস্থিত হন।


বিজ্ঞাপন


এরও আগে বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এই কর্মসূচি উপলক্ষে গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। জনসভায় তিনি ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর বিভাগের ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

dc418df6-560b-4725-ad6c-56b2d7cf0e22সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও দুটি স্থানে সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর মধ্যে গাজীপুরের রাজবাড়ী মাঠে সন্ধ্যা ছয়টায় এবং সন্ধ্যা সাতটায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর