মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাসকে বহিষ্কার করুন, তারেক রহমানকে নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

nasir
ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ঢাকা মেইল

মির্জা আব্বাসকে দল থেকে দ্রুত বহিষ্কার করুন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশে ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে পরিকল্পিতভাবে আমাদের হামলা করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। হামলায় মির্জা আব্বাসের ভাগিনা নেতৃত্ব দিয়েছে। তাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট আহ্বান করবো মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি দেশের মানুষের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম। হয় আমি বেঁচে থাকবো, নতুবা সন্ত্রাসী চাঁদাবাজরা বেঁচে থাকবে।’

উল্লেখ্য আজ রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসব অনুষ্ঠানে এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে উপস্থিত হলে শুরুতেই গেটের সামনে তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়।


বিজ্ঞাপন


ধাক্কাধাক্কির কারণে অনুষ্ঠান মঞ্চও ভেঙে পড়ে। একই অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা ছিল। তবে তার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর