শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন: নাছির উদ্দিন

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

Nasir
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি: সংগৃহীত

গত ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘ধানের শীষের মনোনীত প্রার্থীদের পক্ষে আমাদের ঝাপিয়ে পড়তে হবে। গত ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচন যে তিনটি জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে যারা অগণতান্ত্রিক অবৈধ নির্বাচন করেছিল। তাদেরকে জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্রজনতা নিজের জীবনের বিনিময়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত করে।’

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি বিজয় করতে হয় তাহলে ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে ভোটদানের জন্য ছাত্রদলসহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। 

নাছির বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম করেছেন, সে আন্দোলন সংগ্রামের সকল পরিণতি তখনই বাস্তবায়ন হবে যদি যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা আহরণ করতে পারি। সেখানে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী করতে পারি। তাহলে আমরা বিশ্বাস করি সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব। 


বিজ্ঞাপন


তারেক জিয়া ও খালেদার স্বপ্ন বাস্তবায়নে তিনি ধানের শীষের নমিনেশন পাওয়া প্রার্থীদের পক্ষে এক যোগে ঝাপিয়ে পড়ে কাজ করার আহ্বান জানান। 

এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর