বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পলাশবাড়ীতে জামায়াত আমিরের জনসভায় মানুষের ঢল

মুহা. তারিক আবেদীন ইমন, গাইবান্ধা থেকে
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

পলাশবাড়ীতে জামায়াত আমিরের জনসভায় মানুষের ঢল
পলাশবাড়ীতে জামায়াত আমিরের জনসভায় মানুষের ঢল

দেশের উত্তরের জেলা গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত জোটের জনসভায় নেতাকর্মীদের ঢল নেমেছে। এরই মধ্যে সমাবেশস্থল ছাপিয়ে মানুষ আশপাশের এলাকা ও ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দলীয় কর্মী-সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন। তবে জনস্রোত শুরু হয় ৯টার পর থেকে। সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


এরআগে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াত আমির তার সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন। এরপর দুপুর ১২টায় বগুড়া শহর এবং দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর সিরাজগঞ্জ শহরে বিকেল সাড়ে ৩টায় এবং উল্লাপাড়া উপজেলায় বিকেল ৪টায় নির্ধারিত জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান।

4

সিরাজগঞ্জের কর্মসূচি শেষে পাবনা জেলায় সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সমাবেশে যোগ দিয়ে সফরের দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারণা শেষ করবেন তিনি। এসব জনসভায় নিজ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জামায়াতে ইসলামীর মিডিয়া সেল সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর