বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

মুহা. তারিক আবেদীন ইমন, রংপুর থেকে
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে এই জুলাই শহীদের বাড়িতে যান জামায়াতের আমির। এরপর আবু সাঈদের মাগফেরাত কামনা করে দোয়া করেন।


বিজ্ঞাপন


jamat-1এ সময় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিনসহ দলটির নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

jamat-2ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সাঈদ এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। সহপাঠীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাঈদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরো গতি পায় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ওই বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রায় ১৬ বছর দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দেশ চালানো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


বিজ্ঞাপন


jamat-3এদিকে আজ সকাল ১০টায় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এছাড়া দুপুর ১২টায় বগুড়া শহর, আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকাল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ শহর, চারটায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। রাতে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। 

গতকাল শুক্রবার পঞ্চগড়ে জনসভার মাধ্যমে উত্তরবঙ্গ সফর শুরু করেন ডা. শফিকুর রহমান। পরে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা।

টিএই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর