জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব।
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, কেউ কেউ বসন্তের কোকিল; উড়ে এসে জুড়ে বসে। কিন্তু আমরা দুঃখ-কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের কোনো কার্ড নেই; আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের কার্ড। এত দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে, কিন্তু ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেব, তেঁতুলিয়া থেকে টেকনাফ।
সমাবেশে জামায়াত আমির বলেন, ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। আর কোনো পুরোনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে; সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
আমি আজ এখানে বক্তৃতা দিতে আসিনি, সাক্ষ্য দিতে এসেছি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। এই অঞ্চল আমাদের কলিজার অংশ। অথচ ইচ্ছে করেই একে পিছিয়ে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে।
বিজ্ঞাপন
কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, আমরা উত্তরাঞ্চলে বেকার যুবক দেখতে চাই না। প্রতিটি মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। প্রতিটি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে জামায়াত আমির অঙ্গীকার করে বলেন, আল্লাহ তায়ালা দায়িত্ব দিলে আমরা প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব। পঞ্চগড়েও বিশেষায়িত হাসপাতাল হবে।
অর্থ পাচারের প্রসঙ্গে তিনি বলেন, ২৮ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে আমরা শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো আবার চালু করা হবে। যুবসমাজের হাত শক্তিশালী করে দায় ও দয়ার বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, এনসিপির মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/এফএ

